• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

আবাসিক হোটেলে ধারাবাহিক অভিযান, গ্রেপ্তার ২৫

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ মার্চ ২০২৪  

নগরের আবাসিক হোটেলগুলো ধারাবাহিকভাবে অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় নারী, পুরুষসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সেলের কর্মকর্তা রুবিনা আক্তার বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, গত ফেব্রুয়ারি মাসজুড়ে নগরের বেশকিছু আবাসিক হোটেলে ধারাবাহিক অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এ কার্যক্রম চালায়।

এর মধ্যে নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার হোটেল সুইডেন প্যালেস, ফলপট্টি মোড় এলাকার হোটেল নক্ষত্র প্যালেস, মহসিন মার্কেট এলাকার হোটেল মনপুরা, চাঁদমারি এলাকার হোটেল আজাদ, পোর্ট রোডের বাকেরগঞ্জ আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় নারী ও পুরুষসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।