• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

বিয়ের অনুষ্ঠানে মদপানে মামা-ভাগ্নের মৃত্যু!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ মার্চ ২০২৪  

মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে দীপু সরকার (২৯) ও তার ভাগ্নে প্রসেনজিৎ সরকারের (২১) মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (২ মার্চ) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগনাথপুর গ্রামে সঞ্জয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

দীপু সরকার গাজীপুরের ভাওয়াল কলেজ এলাকার সতীশ সরকারের ছেলে এবং প্রসেনজিৎ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দাসকান্দি বয়ড়া গ্রামের পরলোকগত প্রকাশ সরকারের ছেলে। প্রসেনজিৎ দীপুর বড় বোনের ছেলে।

দীপুর মামাত ভাই সঞ্জয় বৈরাগী বলেন, ‘বোনের বিয়ে উপলক্ষে রাত ৮ থেকে ১০ জন মিলে তরল কিছু খাওয়ার পর ছয়-সাতজন অসুস্থ হয়ে পড়েন। বেশি অসুস্থ হয়ে গেলে প্রথমে প্রসেনজিৎকে হরিরামপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হলে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আর দীপুকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদা নাজনীন জানায়, প্রসেনজিৎকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দেশীয় মদপানে মৃত্যু কিনা জানতে চাইলে তিনি সে সম্পর্কে কিছু বলেননি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, প্রসেনজিৎ-এর লাশের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া হরিরামপুর থানা দেখবে।

হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, মানিকগঞ্জ সদর থানা এলাকায় মদ্যপানে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হরিরামপুরের, আরেকজন গাজীপুরের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।