• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

বরগুনায় রিফাত হত্যা : শিশু আদালতে ম্যাজিষ্ট্রেটের সাক্ষ্য গ্রহন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

 


বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ছয়দিন বিরতির পর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী সাক্ষ্য দিয়েছেন। এ পর্যন্ত শিশু আদালতে ৭৪ জন সাক্ষ্য সমাপ্ত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বরগুনার শিশু ও জেলা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমানের আদালতে ওই ম্যাজিষ্ট্রেট যখন সাক্ষ্য দেয় তখন হাজতে থাকা ৭ জন ও জামিনে থাকা ৭ জন শিশু মোট ১৪ জন শিশু আসামী আদালতে উপস্থিত ছিল। আসামী অলি উল্লাহ অলির পক্ষে জামিনের আবেদন করলে তা শুনানীর জন্য রেখেছেন। পরবর্তি তারিখ ২২-২৩-২৪  মার্চ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যর জন্য।

এদিন ওই ম্যাজিষ্ট্রেট রিফাত হত্যা মামলায় বিভিন্ন তারিখে ১৫জন আসামী দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। সেই সকল জবানবন্দি তিনি আদালতে সাক্ষ্য দিয়ে বর্ননা করেছেন। এরমধ্যে ৭ জন শিশু আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।অপ্রাপ্ত প্রাপ্ত বয়স্ক আসামীদের পক্ষে জেরা করেন, তাদের আইনজীবীরা। 
বরগুনা জেলা ম্যাজিষ্ট্রেট কর্তৃক নিয়োগপ্রাপ্ত রাষ্ট্র পক্ষের আইনজীবী এম. মজিবুল হক কিসলু বলেন, এই মামলায় এ পর্যন্ত ৭৪জন সাক্ষ্য দিয়েছেন। এখন একমাত্র সাক্ষ্য তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ূন কবিরের সাক্ষ্য শেষ হলে রাষ্ট্র পক্ষের সাক্ষ্য সমাপ্ত হবে। এ ছাড়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী যে সকল সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছেন তা আদালতে বর্ননা করেছেন।