• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে আগুনে পুড়ে গেল শীতার্থদের জন্য রাখা দুই হাজার কম্বল

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে আগ্নিকান্ডে শীতার্থদের জন্য রাখা দুই হাজার সরকারি কম্বল পুড়ে গেছে। গতকাল রাত ৪টার দিকে সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তার ত্রাণ শাখার স্টোররুমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাটি খতিয়ে দেখার জন্য ইউএনওকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ শাখার স্টররুমে ধোয়া দেখতে পায় স্থানীরা। কিছুক্ষণের মধ্যেই স্টররুমের মধ্যে দাউদাউ করে আগুন জ¦লে ওঠে। পরে স্থানীয়রা মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রনে আনে। এর আগেই আগুনে দুই হাজার কম্বল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ওই রুমে থাকা পুরনো আসবাবপত্র ও বেশকিছু নথিপত্র পুড়ে গেছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, রাতে আধারে স্টোররুমের ভিতরে প্রবেশ করে একটি চক্র। তারা বেশির ভাগ কম্বল স্টোররুম থেকে সরিয়ে ফেলে। পরে স্টোররুমের ভিতরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনা সাজানো হয়েছে বলেও অভিযোগ তোলেন স্থানীয়রা।
মাদারীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘কম্বলগুলো গতকাল বিকেলে স্টোররুমে রাখা হয়েছিল। এগুলো আজ সকালে ৬টি ইউপি চেয়্যারম্যানরা বুঝে নিয়ে হতদরিদ্রদের মাঝে বিতরণের কথা ছিলো। কিন্তু আগুন কিভাবে লাগলো এ বিষয় এখনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনাটি খতিয়ে দেখতে সদর উপজেলার ইউএনওকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গ্রহণ করা হয়েছে।’
জানতে চাইলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, ‘ত্রান শাখার স্টোররুমে আগুন লাগার বিষয়টি নিয়ে এখনো তদন্ত শুরু হয়নি। তবে তদন্ত কমিটি এ বিষয়টি নিয়ে তদন্ত করে শীঘ্রই প্রতিবেদন জমা দেব। তবে আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসও আমাদের কাছে সু-স্পষ্ট করে কিছু বলেনি।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিত্য গোপাল সরকার বলেন, ‘ইউএনও অফিসের কোন নাইটগার্ড ছিল না। আমাদের এক স্থানীয় খবর দেয়। আমরা খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখি দাউদাউ করে আগুন জ¦লছে। প্রায় ১৫০০  মত কম্বল হবে, যা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।’