• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আলাদা চ্যালেঞ্জ নয়, সব ইলেকশনই সমান গুরুত্বপূর্ণ: ইসি রাশেদা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। বুধবার (২৪ মে) বিকেল ৪টায় গাজীপুর সার্কিট হাউসে সিটি নির্বাচন নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে গিয়ে তিনি এ আশা ব্যক্ত করেন।

ইসি রাশেদা বলেন, গাজীপুর সিটি নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিতে পারবেন। আলাদা চ্যালেঞ্জ নয়, সব ইলেকশনই সমান গুরুত্বপূর্ণ মনে করে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে সিসি ক্যামেরা সেট হয়ে গেছে। সকাল থেকেই মনিটরিং করা হবে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নির্বাচনের দিন আচরণবিধি ভঙ্গ হয় কি না, কী অনিয়ম হয় এ বিষয়গুলো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা সামারি ট্রায়াল করবেন। আর এজন্যই নির্বাচনের আগেরদিন গাজীপুরে আসা।

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা (ভোটাররা) কেন্দ্রে নির্ভয়ে আসবেন এবং উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন।

এই নির্বাচন কমিশনার বলেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। ওনাকে বলেছি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়। উনি আমাকে নিশ্চিত করে বলেছেন, ভোটারদের জন্য সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করবো। ভোটাররা যেন বলতে পারেন, আমরা আমাদের ভোটটা দিয়েছি। আর এর ব্যত্যয় ঘটলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা আপনারা দেখতে পাবেন।

রাশেদা সুলতানা আরও বলেন, মনিটরিংয়ে যদি কোনো অনিয়ম পাই, তাহলে সেটা অবশ্যই আমলে নেবো।

এসময় গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম, সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল ইসলাম, জাকির হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।