• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাহজালালে নির্মাণ কাজে সাশ্রয় ৭শ’কোটি টাকা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

সরকারের মেগা-প্রকল্পগুলোর একটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। পাইলিংয়ের ধরন বদলের ফলে প্রকল্প ব্যয় কিছুটা কমেছে। যেখানে প্রায় ৭শ’ কোটি টাকা সাশ্রয় হবে।  

বেঁচে যাওয়া টাকা দ্বিতীয় ধাপের ভিভিআইপি টার্মিনালসহ আরও কিছু নির্মাণ কাজে ব্যয়ের প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছে বেসারিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। প্রকল্পের অর্থদাতা জাইকার কাছে ইতিমধ্যেই প্রস্তবটি উত্থাপন করা হয়েছে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

জানতে চাইলে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, ‘সাশ্রয় হওয়া অর্থ দিয়ে এখন ১৪টি বোর্ডিং ব্রিজ, ভিভিআইপি টার্মিনাল নির্মাণসহ আরও কিছু কাজ করা সম্ভব হবে। এই অংশগুলো আগের প্রস্তাবে অন্তর্ভূক্ত  ছিল না।’

তিনি জানান, ‘যেহেতু সমুদয় অর্থ জাইকা ফান্ডের, এটি ব্যয় করতে হলে তাদের অনুমোদনের দরকার আছে। ইতিমধ্যেই আমরা এ বিষয়ে প্রস্তাবনা দিয়েছি। ’

পাইলিংয়ের ধরন বদল নির্মাণ কাজের গতির ওপর কোন প্রভাব ফেলবে না বলেও জানান বেবিচক চেয়ারম্যান।