• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে

প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা সকলকে মেনে চলতে হবে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা সকলকে মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় প্রত্যেককে প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে চলতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে বাড়িতে থাকতে হবে।

আজ বুধবার স্পিকারের নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। এক ভিডিও বার্তার মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন। 

উদ্ভূত করোনা পরিস্থিতি মোকাবেলায় স্পিকারের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা প্রত্যেক পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, একটি সাবান ও একটি মাস্ক পৌছে দিচ্ছেন।

এ সময় স্পিকার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে কৃষি শ্রমিক, দিনমজুর, রিক্সা ও ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যাক্তা বা বিধবা নারী এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখার নির্দেশনা দিয়েছেন। তাদেরকে ত্রাণ সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান স্পিকার। 

সংশ্লিষ্টরা জানান, বুধবার প্রথম পর্যায়ে উপজেলার ১নং চৈত্রকোল, ২নং ভেন্ডাবাড়ী, ৪নং কুমেদপুর, ৬নং টুকুরিয়া, ৭নং বড় আলমপুর, ৮নং রায়পুর ও ১১নং পাঁচগাছী সর্বমোট ৭টি ইউনিয়নের ৩৫০টি পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে উপজেলার অবশিষ্ট ৮টি ইউনিয়ন ও পৌরসভায় ৪৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।