• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা তিন দেশের বিচারপতির

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ জুন ২০২৪  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি এবং ভুটানের হাইকোর্ট বিভাগের বিচারপতি। গতকাল শুক্রবার সকালে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি ’৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। তারা রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষরও করেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের বলেন, নেপাল ও ভুটান আমাদের বন্ধুপ্রতিম দেশ। দেশ স্বাধীনের সময় আমাদের পাশে ছিলেন তারা।

এ সময় ছিলেন গোপালগঞ্জের সিনিয়র দায়রা জজ মো. কামরুল হাসান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হায়দার আলী খন্দকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলি আফিফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।