• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

এখন থেকে কাঁচের গ্লাসে পানি পান করবেন উত্তর সিটির স্টাফরা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪  

পানি পান করার জন্য প্লাস্টিক বোতলের পরিবর্তে পরিবেশবান্ধব কাঁচের গ্লাস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত একটি নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে।  

নির্দেশনায় বলা হয়, বর্তমানে নগরভবনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা অধিকাংশ ক্ষেত্রে প্লাস্টিকের বোতলে পানি পান করে আসছেন যা স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। এতে থাকা মাইক্রো প্লাস্টিক মানুষের শরীরে মিশে বিভিন্ন রোগ-ব্যাধির সৃষ্টি হতে পারে। এ অবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর, বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পানি পান করার জন্য প্লাস্টিক বোতলের পরিবর্তে কাঁচের গ্লাস ব্যবহার করার জন্য বলা হয়েছে।এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে ডিএনসিসির সকল কাউন্সিলর, সকল বিভাগীয় প্রধান, সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলে পাঠানো হয়েছে।