• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

মাদারীপুরে বেগম রোকেয়া দিবস পালিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩  

“নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে মাদারীপুরে নানান কর্মসূিচ মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। আজ সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‌্যালি ও সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক(উপসচিব)  মো. নজরুল ইসলাম। এয়াড়া এই দিবসটি উপলক্ষে পৃথকভাবে মাদারীপুর ৫টি উপজেলায় বেগম রোকেয়া দিবস ও গুরুত্বপূর্ন অবদান রাখায় বিভিন্ন নারীদের পুরস্কার ও সম্মাননা দেয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসানের আয়োজনে মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. আতিকুর রহমান, মাদারীপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুনীর আহমেদ খান,  দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ডা. সহ জেলা উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।