• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

মাদারীপুরে মানব পাচারের অভিযোগে গ্রেফতার ১

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলার পখিরা গ্রামের তানভীর মল্লিক (২১) নামে এক যুবককে পাচারের অভিযোগে টুলু খান (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার রাতে টুলুকে গ্রেফতার করে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। মামলা সূত্রে জানা গেছে,মাদারীপুর সদর উপজেলার পখিরা গ্রামের রফিক মল্লিকের ছেলে তানভীর মল্লিককে ইতালি পাঠানোর জন্য শরীয়পুরের তুলাতলা গ্রামের টুলু খানের সাথে চুক্তি হয়। চুক্তি মোতাবেক কয়েক দফায় টুলু খানকে ১২ লাখ টাকা প্রদান করে তানভীরের পরিবার। চলতি বছরের ১৯ জুলাই তানভীরকে লিবিয়ায় পাচারের উদ্দেশ্যে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। পরে তানভীরকে মুক্ত করার জন্য আরও ৭ লাখ টাকা আদায় করে। যা ইসলামী ব্যাংকের একটি একাউন্ট নম্বরে প্রদান করা হয়। এরপরও তানভীরকে মুক্ত না করে দফায় দফায় নির্যাতন চালায় মাফিয়ারা। নির্যাতের ভিডিও দেখিয়ে আরও টাকা দাবী করে। এসময় বাধ্য হয়ে আরও ৫ লাখ টাকা আদায় করে মানবপাচারকারী চক্র। এই ঘটনায় ১৩ নভেম্বর তানভীরের ভাই মো.সাগর বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে মাদারীপুর মানবপাচার অপরাধ দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করে। ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেন আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করতে মাদারীপুর সদর থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। এরপর পুলিশ আসামী গ্রেফতার না করায় র‌্যাব-৮ মাদারীপুরের একটি দল মামলার প্রধান আসামী টুলু খানকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করে। টুলুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে আরও অনেকেই থানায় আসেন।
 এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, মানবপাচারের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত তাদেরও ধরা হবে।