• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

জনগণই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসবে: শাজাহান খান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‌রাষ্ট্র্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসামান্য সফলতা ও নৈপুণ্য দেখিয়েছেন। এ কারনে আগামী দিনে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসবে।
মাদারীপুর সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত বাল্যবিয়ে মুক্তকরণ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই পরিশ্রমে ফসল তিনি পাবেন। জনগণ তার সঙ্গে আছে এবং থাকবে। বাংলার জনগণই আবার তাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে এটা আমরা উপলব্ধি করতে পারি।

তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশের প্রতিটি এলাকায় উন্নয়ন করেছেন। গ্রাম আজ শহরে পরিণত হয়েছে। গ্রামে মানুষ নিজ এলাকাতেই শহরের সব সুবিধা পাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনুদ্দিন, উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।