• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

বিএনপিরা জামাতীরা গণতন্ত্র শক্তিশালী হোক এটা তারা চায় না

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জামাতীরা বাংলাদেশের জনগনের সমর্থণ পায় না সুতরাং তাদেরকে তো জনগণ ভোট দেয় না। যে কারণে বিএনপিরা জামাতীরা গণতন্ত্র শক্তিশালী হোক এটা তারা চায় না।মাদারীপুর শহরের পুরান বাজার আওয়ামীলীগের দলীয় কাযালয়ে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার বিবরণ জনগণের মাঝে পৌছে দেয়া এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের তৃণমূল নেতা কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক নির্দেশনামূলক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কানাডার টরেন্ডো আদালত পঞ্চম বারের মত রায় দিয়েছেন বিএনপি সন্ত্রাসী দল, তারা খুনের রাজনীতি করে, তারা গণতন্ত্রের প্রতি নিম্নতম শ্রদ্ধাবোধ দেখাতে পারে না। যারা ভোট চোর, যারা ভুয়া ভোটার বানিয়ে দেশের গণতন্ত্রকে পদদলিত করেছে। তাদের মুখে চুরির কথা শোভা পায় না। বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ এটা শুনলে হাসবে, কাঁদবে। কারণটা হলো দুর্নীতিবাজদের মুখে বড় নীতিকথা মানায় না।
পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পারভেজ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান ইলিয়াছ শরীফ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।