• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

চার্জার ফ্যানে অতিরিক্ত দাম রাখায় খান ইলেকট্রনিক্সকে জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ জুন ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে খান ইলেকট্রনিক্সে চার্জার ফ্যান অতিরিক্ত দামে বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার বিকালে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।  

জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, লোডশেডিং ও প্রচন্ড তাপমাত্রা থাকায় কিছু ব্যবসায়ী চার্জার ফ্যানে দাম বেশী নিচ্ছে, এমন অভিযোগে  মাদারীপুরের পুরান বাজার এলাকায় খান  ইলেকট্রনিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। তাদেরসহ অন্যান্য দোকানদারদের সতর্ক করা হয়।

উল্লেখ, গত রমজান মাসেও একবার জরিমানা করা হয় এই খান ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানকে অতিরিক্ত দাম রাখায়।