• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে জামায়াতের আমির গ্রেপ্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ মে ২০২৩  

মাদারীপুর প্রতি‌নি‌ধি: মাদারীপুরে জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানকে নাশকতা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক অভিজিৎ চৌধুরী তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে আবদুস সোবাহান খানকে মাদারীপুর শহরের পুরানবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে সদর মডেল থানার পুলিশ।
আবদুস সোবাহান খানের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে। তিনি পরিবার নিয়ে মাদারীপুর পৌরসভার পুরানবাজার এলাকায় থাকেন। তিনি সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ।
জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান বলেন, সস্প্রতি মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদি এলাকায় আধিপত্য নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর ও লুটপাট করা হয় ঘরবাড়ি ও দোকানপাট। এই ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানের সম্পৃকতা পাওয়া যায়। তাই ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মাদারীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. শাহজাহান বলেন, জেলা জামায়েত ইসলামীর আমিরকে আদালতে হাজির করা হলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী রোববার তার জামিন শুনানি জন্য দিন ধার্য করেন।