• বুধবার ০৭ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

মাদারীপুর দর্পন

মাদারীপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষে প্রেস ব্রিফিং

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি।। বাংলাদেশের একজন মানুষ ভূমিহীন ও থাকবে না প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুই প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্ণবাসনের লক্ষ্যে মাদরীপুর জেলায় মোট ১০৭০ টি গৃহ নির্মাণ করা হয়েছে। এর আগে মাদারীপুর সদর উপজেলাকে গৃহহীন মুক্তি ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় ২২শে মার্চ বাকি  শিবচর,কালকিনি, ডাসার ও রাজৈর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। এবিষয় মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন মাদারীপুর জেলা প্রশাসকের হল রুমে সোমবার সকালে সাংবাদিকদের কাছে প্রেস ব্রিফিং করে।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাদারীপুর জেলা প্রশাসক ড.  রহিমা খাতুন।

জেলা প্রশাসক বলেন, আমরা প্রথমে মাদারীপুর সদর উপজেলাকে মাদারীপুর সদর উপজেলাকে গৃহহীন মুক্তি ঘোষণা করেছি। এখন শিবচর,কালকিনি, ডাসার ও রাজৈর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।