• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে গাঁজা ও বিদেশী মদসহ দুইজন গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ মার্চ ২০২৩  

মাদারীপুরঃ মাদারীপুর র‌্যাব ৮ অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজা ও এক বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার(৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার আছমত আলী খান সেতু সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশী মদসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার বনপাড়া থানার রামচন্দ্রপুর এলাকার আবুল হোসেনের ছেলে শাকিল হোসেন(২০) এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার সালদানদী নোয়াপাড়া গ্রামের মো. হাসেম এর ছেলে সাকিব(২২)।

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল ও স্কোয়াড কমান্ডার এএসপি লুতফর এর নেতৃত্বে
র‌্যাবের একটি দল মাদারীপুর সদরের আছমত আলী খান সেতুর টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে অভিযান পরিচালনা করে ৩২ কেজি গাঁজা ও বিদেশী ব্রান্ডের এক বোতল মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের নিকট হতে ২ টি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১ হাজার ৯শত টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা পেশাদার আন্তঃজেলা মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন  দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ও বিদেশী মদসহ  বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তাদেরকে উদ্ধারকৃত গাঁজা, বিদেশী মদ ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যপারে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।'