• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজ আদায় করতে হবে: শাজাহান খান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ মে ২০২০  

 

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান বলেনছেন, এবার ঈদে স্বাস্থ্য বিধি মেনে নামাজ পড়তে হবে। ঈদের নামাজ ঈদগাহ মাঠে হবে না, প্রতিটি মসজিদে মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার মৌলভী আচমত আলী খান মিলনায়তনে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘৩৩ ধরণের কর্মহীন শ্রমিককে সরকার অনুদান দিচ্ছে। এরপর ৫০ লাখ মানুষকে ২৫০০ টাকা করে টাকা দেওয়া হচ্ছে। যারা আগে পায়নি তারা এখন পাবেন। সরকারের অনুদান থেকে অসহায় কেউ বাদ পাড়বে না। তবে, এই তালিকায় একটি সমস্যা দেখা দিয়েছে। তালিকায় একই নম্বর একাধিক নামের পাশে পাওয়া গেছে। তাই সরকার সেটা যাচাই-বাছাই করে দেয়ার চেষ্টা করছে।’
শাজাহান খান বলেন, ঈদে মসজিদে নামাজ পড়বেন কিন্ত কেউ কোলাকোলি করবেন না, কারো বাড়ি কেউ যাবেন না। কারণ কার শরীরে করোনা আছে আমরা কেউ জানি না। তাই স্বাস্থ্য বিধি মেনে দূরুত্ব বজায় রেখে নামাজ আদায় করবেন। করোনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন।
বিতরণ অনুষ্ঠিানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, রাজৈর পৌর মেয়র শামিম নেওয়াজ, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত জাহান। 
এ সময় প্রতিটি পরিবারকে ৩ কেজি চাল, এক কেজি আলু, এক কেজি পোলাও চাল, দুই প্যাকেট সেমাই বিতরণ করা হয়। এছাড়া রাজৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক মসজিদের ইমামদের ঈদ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।