• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

মাদারীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০  

মাদারীপুরঃ

মাদারীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ স্লোগানকে সামনে রেখে (০২ জানুয়ারী) বৃহস্পতিবার সকালে মাদারীপুর স্বাধীনতা অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান এমপি শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার নাজিম এর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সিভিল সার্জন ডা: মো: সফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওবাইদুর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সচেতন নাগরিক কমিটর সভাপতি খান মো: শহীদ, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরী, মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃতি সংগঠন মাত্রার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন। আলোচনা সভা শেষে মাদক বিরোধী কতিপয় উপদেশ উপস্থাপন করেন মেডিকেল অফিসার খলিলুজ্জামান।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজনে করে। অনুষ্ঠানে শেষে মাদক বিরোধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।