• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

মাদারীপুরে মুজিব বর্ষ উদ্বোধন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  


মাদারীপুরে জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মুজিব বর্ষ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। বর্ষ বরণে প্রথম দিন বুধবার সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাস্তবক অর্পণ করেন মাদারীপুর-২ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান। 
এরপর বিদ্যালয়টির শিক্ষার্থীরা ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়েল মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়েল প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, ‘বঙ্গবন্ধু এই স্কুলে পড়াশোনা করেছে। আমি এখানে পড়াশোনা করেছি। রাষ্ট্র পরিচালনা করছে এমন অসংখ্য ছাত্র এ বিদ্যালয় থেকে পড়ালেখা করেছে।  এই বিদ্যালয়টি অনেক গুরুত্বপূর্ণ সাফল্য ও গর্ব বহন করে। আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় সকল শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে।’
বিদ্যালয়েল প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনাইটেড সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছিল। তাঁর স্মৃতি বিদ্যালয়ের প্রতিটি স্থানে রয়েছে। তাই তাঁর জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ২০২০ সালকে মুজিব বর্ষ ঘোষণা করায় এ বিদ্যালয়টি বছর ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।’