• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

নানা আয়োজনে ফুলপুর মুক্ত দিবস পালন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩  

ফুলপুরে নানা আয়োজনে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা ফুলপুরকে শত্রুমুক্ত করেন।

দিবসটি উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের গোলচত্বর মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ওসি আবুল খায়ের সোহেল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার ভূইয়া, সাংবাদিকগণ প্রমুখ।