• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

মানসিক ভারসাম্যহীন যুবকের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩  

ময়মনসিংহের নান্দাইলে বুলবুল মিয়া নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাঠির আঘাতে আব্দুল হেলিম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোরে নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

মৃত আব্দুল হেলিম নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া নদীর পাড় এলাকার বাসিন্দা। অভিযুক্ত বুলবুল মিয়া একই এলাকার সুলতান মিয়ার ছেলে।

জানা যায়, আব্দুল হেলিম বাড়ির পাশেই একটি মসজিদে ফজরের নামাজ আদায় শেষে নরসুন্দা নদীর পাড়ে নিজের বীজতলা দেখতে যান। সেখানে আগে থেকেই একটি কাঠের লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন মানসিক ভারসাম্যহীন বুলবুল মিয়া। এ সময় আব্দুল হালিমকে দেখে আঘাত করার জন্য তেড়ে যান। আব্দুল হালিম নিজেকে বাঁচাতে দৌড়ে পালানো চেষ্টা করেন। এতে তিনি হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় বুলবুল তার হাতে থাকা লাঠি দিয়ে আব্দুল হেলিমের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে আব্দুল হেলিম জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে স্থানীয়রা এসে দেখতে পান তিনি মারা গেছেন। পরে স্থানীয়রা বুলবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. উবায়দুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত যুবক পুলিশ হেফাজতে আছেন। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই তাকে পরিবারের লোকজন ঘরে আটকে রাখতেন। তবে শুক্রবার ভোরে পরিবারের সবার অজান্তে ঘর থেকে বের হন।

পরিদর্শক (তদন্ত) মো. উবায়দুর রহমান আরো জানান, ঐ বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।