• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

ফেনী নদীতে জালে ধরা পড়েছে ২০ কেজির কোরাল

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩  

ফেনী নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে নদীর মোহনায় নোয়াখালীর কোম্পনীগঞ্জের মুছাপুর এলাকায় নেয়ামত উল্যাহর জালে মাছটি ধরা পড়ে।

ফেনীর সোনাগাজীর পৌর বাজারে মাছটি বিক্রির জন্য আনা হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। মাছটি বিক্রির জন্য প্রতি কেজি ১১০০ টাকা দরে ২২ হাজার টাকায় এক ব্যবসায়ী মাছটি বিক্রয়ের জন্য কিনে নেন। প্রতি কেজি মাছ ১২০০ টাকা দাম হাঁকছেন তিনি।

মাছ ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, মাছটি কিনে ব্যবসা কি করবো জানি না। তবে যে আনন্দ উপভোগ করছি, সেটার মূল্য হয় না।

সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, ‘সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় জেলেরা উপকৃত হচ্ছেন। ফলে নদী ও সাগরে টানা ও বসানো জালে এখন বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে। সামনে আরও বড় বড় মাছ ধরা পড়বে।