• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

‘ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিলে কঠোর ব্যবস্থা’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩  

ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। রোববার (৩ ডিসেম্বর) সকালে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মো. শহীদুল ইসলাম বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিলে, ভোটের পরিবেশ নষ্ট করলে কিংবা আইনশৃঙ্খলার অবনতি ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতোমধ্যে দুষ্কৃতকারীদের তালিকা করেছি। যারা ভোটের সময়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। তাদেরকে মেসেজ দিচ্ছি এবং সতর্ক করছি। ভোটের পরিবেশ বিঘ্ন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
কেউ যেন ভোটারদের হুমকি দিতে না পারে উল্লেখ করে মো. শহীদুল ইসলাম বলেন, মানুষদের আস্থার ফেরাতে আমরা কেন্দ্রগুলো ভিজিটে বের হয়েছি। ভোটাররা নিজেদের ইচ্ছা অনুযায়ী ভোট দিবেন। যাকে খুশী তাকে দিবেন। কেউ যাতে ভোটারদের হুমকি দিতে না পারে। ভয়ভীতি দেখাতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ৭ তারিখ আমাদের দেড় হাজার পুলিশ সদস্য কাজ করবেন। এছাড়াও আনসার, র‍্যাব, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। সরকার যদি মনে করেন সেনাবাহিনী থাকবে তাহলে আমাদের সেই ব্যবস্থাও আছে।