• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

মাছের গায়ে লেখা ‘আল্লাহু’, দেখতে উৎসুক জনতার ভিড়

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি পুকুর থেকে তোলা মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা দেখা গেছে। রোববার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চাকিরপশা ইউপির তালুক নাগকাটি গ্রামের রফিকুল ইসলামের  পুকুরে মাছটি ধরা পড়ে।
সকালে মাছের গায়ে আল্লাহু লেখা কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে- মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করে।

রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের পুকুরে আমার ভাই মাছ চাষ করতেন। তিনি মাছ তুলে সকালে বাড়ি দিয়ে গেছেন। মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা। এরপর আর মাছটি কাটিনি। মাছটি মাদরাসার হুজুরকে দিয়ে দিয়েছি।

আল্লামা ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদরাসার মুফতি মো. আল আমিন বলেন, আল্লাহ তায়ালা অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝেমধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেল সবই আল্লাহ পাকের নিদর্শন।