• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

ঝালকাঠিতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন আমির হোসেন আমু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

কৃষিই সমৃদ্ধি’এ প্রতিপাদ্যকে সামনে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ঝালকাঠিতে কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

পরে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির হোসেন আমু।

এসময় তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকরা না চাইতেই কৃষকদের বাড়ি থেকে ডেকে এনে ফসল উৎপাদনের জন্য অবিরামভাবে সার বীজ বিতরণ করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে কোন উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ১৯৯৬ সালে এবং ২০০৯ সালে ক্ষমতায় আসার পর উন্নয়ন কাজ শুরু করে। আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা,বিধাব ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানা ভাবে সাহায্য সহযোগিতা করছেন।কৃষি প্রযুক্তি উন্নয়ন করতে কৃষকদের ভর্তুকি কি দিয়ে মেশিন দিচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ্ পনির,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তন চত্তর থেকে একটি র্যা লি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।