• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

বেড়েছে জোয়ারের পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাড়তে শুরু করেছে জোয়ারের পানির উচ্চতা। এতে নদীর পানি স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দুই থেকে তিন ফুট বেড়েছে বলে জানিয়েছেন এসব এলাকার স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৫ মে) সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নদীতে পানি বেড়ে বেড়িবাঁধ ছুঁই ছুঁই হয়েছে। এখন পর্যন্ত বেড়িবাঁধের ভেতরের এলাকায় পানি প্রবেশ না করলেও বাইরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। জোয়ারে পানির তীব্রতা আরো বৃদ্ধি পেলে বেড়িবাঁধ টপকে পানি বিভিন্ন এলাকায় প্রবেশ করে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন এসব এলাকার স্থানীয় বাসিন্দারা।

ফেরিঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা আলী হোসেন বলেন, সকাল থেকেই জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তবে গতকালের তুলনায় আজকে পানির তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে।

একই এলাকার ইউনুস নামের এক বাসিন্দা বলেন, আমরা ঘূর্ণিঝড় শুনলেই আতঙ্কে থাকি। রেমালের নাম শুনেছি এখন দেখি নদীর পানির উচ্চতাও বাড়ছে। পানি যেভাবে বাড়তে শুরু করেছে আর যদি দেড় থেকে দুই ফুট পানি বাড়ে তাহলে বাড়িঘরে পানি ঢোকা শুরু করবে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক কর্মকর্তা বলেন, গত কয়েকদিনের তুলনায় নদ-নদীতে পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি।