• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

ঘূর্ণিঝড় ‘রোমাল’, উপকূলে জনগনকে সচেতন করতে কোস্ট গার্ডের মাইকিং

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের প্রভাবে উপকূলীয় জেলা ভোলার ঘূর্ণিঝড় ‘রোমাল’ মোকাবিলায়  সচেতনতামূলক মাইকিং করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। শনিবার (২৫ মে) সকাল ১১ টায়  থেকে ঘণ্টাব্যাপী ভোলা সদর উপজেলার ধনিয়া মেঘনা নদীর পাড়ে জেলে পল্লী সহ  বিভিন্ন এলাকায় এ প্রচার মাইকিং করা হয়।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্র বন্দর সমূহে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে। পরবর্তীতে সংকেত বেড়ে ঘূর্ণিঝড় ‘রোমালে’ রূপ নিয়ে উপকূলে আঘাত হানতে পারে। এতে সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরন শুরু করা হয়েছে।

বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এতে সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে ভোলার উপকূলের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। ঘূর্ণিঝড়ে বিপদজনক  পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন শেল্টারে স্টেশনে আশ্রয় গ্রহনের জন্য সকলকে সচেতন করা হয়।