• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

ঘূর্ণিঝড় রেমাল প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

পটুয়াখালীর উপকূলীয় গভীর নিম্নচাপের প্রভাব এ মুহুর্তে দৃশ্যমান না হলেও কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। থেমে থেমে মাঝে মধ্যে বইছে দমকা হাওয়া। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বেড়েছে। আকাশ বেশ রৌদ্রজ্জল। প্রচন্ড খড়তাপ ও তীব্র গরমে জনজীবন হয়ে পড়েছে অতিষ্ট। তবে ঘূর্নিঝড় রেমাল পটুয়াখালীর খেপুপাড়ায় আঘাত হানতে পারে এমন সংবাদে সাধারন মানুষের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে।  

এদিকে ঘূর্নিঝড় রেমালের কারনে পটুয়াখালীর পায়রাসমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। অবহাওয়ার পরিবর্তিত অবস্থার সাথে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সকল প্রস্তুতি প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।