• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনার আকাশে মেঘ-রোদ্দুরের লুকোচুরি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

সমুদ্রে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। এরইমধ্যে রেমালের প্রভাব পরিলক্ষিত হচ্ছে বরগুনার আকাশে। শনিবার (২৫ মে) সকাল থেকেই বরগুনায় গুমোট আবহাওয়া বিরাজ করছে। বরগুনার আকাশ কখনো রোদ আবার কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে স্থানীয়দের সতর্ক করতে প্রচারণা শুরু করেছে কোস্টগার্ড। দুপুর ১২টায় আহ্বান করা হয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের স্থানীয়দের নিরাপদ আশ্রয় গ্রহণের জন্য ৬৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া প্রস্তুত রয়েছে তিনটি মুজিব কেল্লা।

বরগুনা শহরের কেজি স্কুল রোডের স্থানীয় বাসিন্দা সুজন বলেন, ‘সকাল থেকে বরগুনা আবহাওয়ায় বেশ পরিবর্তন এসেছে। আকাশে কখনো ঝলমলে রোদ আবার কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে। তাই আমাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, ‘দুপুরে বরগুনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করা হয়েছে। এ সভার মাধ্যমে আমরা ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করবো।’