• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

ভোলার ৩ উপজেলায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ন ভোটগ্রহন চলছে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ মে ২০২৪  

৫ স্তরের নিরাপত্তার মধ্যদিয়ে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহন চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টায় ২৫২ কেন্দ্রে একযোগে ভোটগ্রহন শুরু হয়। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের চেয়ে পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্তিতি বাড়ছে। ভোট দিতে পেরে খুশি ভোটাররা।

বেলার বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে জানান কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার।

১০৮ টি কেন্দ্র ঝুঁকিপূর্ন থাকলেও সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

ভোটের পরিবেশ শান্ত রাখতে পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনী সোতায়েন রয়েছে। এছাড়াও জুডিশিয়াল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের স্টাইকিং ও মোবাটিম টিম দায়িত্ব পালন করছে।

এদিকে, তিন উপজেলায় ভোলা সদরে ১৩ জন, দৌলতখানে ১৩ জন ও বোরহানউদ্দিনে ১১ জন প্রার্থী প্রকিদ্বন্দ্বিতা করছেন। এসব উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭ লাখ।