• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

প্রধানমন্ত্রী পুলিশকে মানবিক ও স্মাট বাহিনীতে পরিনত করেছে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ মে ২০২৪  

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি বলেছেন, এক সময় পুলিশ ছিলো সরকারে লাঠিয়াল বাহিনী। সেই পুলিশকে নানান পদক্ষের মাধ্যমে আধুনিকায়ন ও উন্নত করেছেন বঙ্গবন্ধু কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ পুলিশকে  বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে  বিশ্বের দরবারে মানবিক ও স্মার্ট বাহিনীতে পরিনত করতে কাজ করে যাচ্ছেন। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এর আন্তরিক প্রচেষ্টা দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বহু জনহিতকর কাজ করে যাচ্ছে আমাদের পুলিশ বাহিনী।

তিনি রবিবার (১৯ মে) শরীয়তপুর জেলা সদরে  জেলা পরিষদ কর্তৃক  নির্মিত ট্রাফিক পুলিশ বক্স এর উদ্বোধন পরবর্তী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান (খোকা সিকদার), শরীয়তপুরের পুলিশ সুপার  মোঃ মাহবুবুল আলম, পিপিএম,  শরীয়তপুর জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামানসহ পুলিশ বিভাগ ও জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ রাজনৈতিক  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের অর্থায়নে সার্কিট হাউজ রোডে মাথায় শরীয়তপুর ঢাকা মহাসড়কের পাশে নতুন এ বক্স নির্মান করা হয়েছে।