• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ঝালকাঠিতে ঈদকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৪  

ঝালকাঠিতে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঝালকাঠিতে তিনটি হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে। দুটি হত্যাকান্ড আধিপত্য বিস্তার ও একটি পরোকীয়ার জেরে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নলছিটিতে গত ৭ জানুয়ারি রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যার রসহ্য উদঘাটন করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকা- ঘটানো হয়। এর সঙ্গে জড়িতদের সবাইকে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ ইতোমধ্যে সিদ্ধকাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জেসমিন আক্তারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে নলছিটি শহরের নান্দিকাঠি এলাকায় ইমরান হাওলাদার হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকা-টিও আধিপত্য বিস্তারের কারণে হয়েছে। এছাড়াও ঝালকাঠি পৌর এলাকার কৃষ্ণকাঠিতে আওয়ামী লীগ নেতা রিপন মল্লিক হত্যাকান্ডে শিরিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এই তিনটি হত্যাকা-ের ঘটনায় গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এছাড়াও তিনি সন্ত্রাস, মাদক, চুরি ডাকাতি, কিশোর গ্যাং, মোবাইল জুয়া, যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রেস ব্রিফিং শেষে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ১৬টি মোবাইলফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান।