• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মাদারীপুর দর্পন

মঠবাড়িয়ায় স্থানীয় সরকার দিবস উদযাপিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

পিরোজপুরের মঠবাড়িয়া স্থানীয় সরকার দিবস-২০২৪ যথাযোগ্য মর্যদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার র‌্যালি, আলোচনা সভার আয়োজন করেন।

সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।  র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মাকল লাল দাশ মিলনায়তনে আলোচনা সভা মিলিত হয়। র‌্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, শিক্ষক, শিক্ষার্থী অংশ নেয়।

আলোচনা সভায় নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশণার (ভূমি) সৈকত রায়হান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফেরদৌস ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম, থানা পরিদর্শক (অপারেশন) আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম বলেন, উন্নয়নশীল রাস্ট্রের মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে। স্থানীয় সরকার বিভাগের আওতায় মঠবাড়িয়া উপজেলায় ইতোমধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। জবাদদিহিতার মধ্য দিয়ে স্থানীয় সরকার কাজ করে যাচ্ছে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট ও উন্নয়নশীল রাস্ট্র।