• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরের রাজৈরে ভিক্ষুকদের পুনর্বাসন কার্যক্রম শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ জুন ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে ভিক্ষুকদের পূনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে উপজেলার আচমত আলী খান অডিটোরিয়ামে ৬০জন ভিক্ষুককে আত্মকর্মসংস্থান মূলক কাজের জন্য আর্থিক এবং খাদ্য সহায়তা প্রদান করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।
উপজেলা প্রশাসনের সূত্র জানায়, বাংলাদেশ সরকারের ভিক্ষুক পূর্নবাসনের আওতায় মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উদ্যেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের মাধ্যমে ভিক্ষুকদের আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে। এর আগেও এই উপজেলার শতাধিক ভিক্ষুককে পূনর্বাসন করা হয়। এর ফলে ক্রমসই উপজেলার প্রতিটি এলাকা ভিক্ষুক মুক্ত হবে।
পূর্নাবসন কার্যক্রমে রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাদারীপুরের জেরা প্রশাসক মো.ওয়াহিদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজৈর উপজেলার চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, রাজৈর পৌর সভার মেয়র মো. শাহ নেওয়াজ প্রমুখ।