• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে

‘থ্রি-ডব্লিউ’ এর শেষ ক্রিকেটারও চলে গেলেন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

গত শতাব্দীর ষাটের দশকে বিশ্ব ক্রিকেটে ছড়ি ঘোরাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। তিনজন ক্রিকেটার সেসময় ক্যারিবীয় দলের চেহারাটাই বদলে দিয়েছিলেন, যাদের একসঙ্গে ডাকা হতো থ্রি-ডব্লিউ নামে। এই ত্রয়ীর শেষ ক্রিকেটার হিসেবে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন স্যার এভারটন উইকস। 

এভারটন উইকসকে অনেকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জনক বলে থাকেন। কিংবদন্তি এই ক্রিকেটার বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এক টুইট বার্তায় উইন্ডিজ ক্রিকেট লিখেছে, ‘আমাদের হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত। আমরা আমাদের একজন আইকনকে হারালাম। সে একজন কিংবদন্তি, আমাদের হিরো, স্যার এভারটন উইকস। তার পরিবার, বন্ধু-বান্ধব ও বিশ্বব্যাপী অসংখ্য ভক্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।’ 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮টি টেস্ট খেলেছিলেন এভারটন, রান করেন ৪৪৫৫। তার ব্যাটিং গড় ছিলো ঈর্ষণীয় ৫৮.৬১। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টানা পাঁচ টেস্টে সেঞ্চুরি করার রেকর্ডটিও তার দখলে। এই কিংবদন্তি ক্রিকেটারের সর্বোচ্চ ইনিংস ২০৭ রানের। 

থ্রি-ডব্লিউ এ উইকস ছাড়া ছিলেন ক্লাইডি ওয়ালকট ও ফ্রাঙ্ক ওরেল। মজার ব্যাপার, এই তিনজনই বার্বাডোজের দেড় মাইলের মধ্যে ১৮ মাসের মধ্যে জন্মেছিলেন। বিখ্যাত এই ত্রয়ীর মাঝে ১৯৬৭ সালে সবার আগে মারা যান ওরেল। ২০০৬ সালে সবাইকে ছেড়ে চলে যান ওয়ালটন। একমাত্র জীবিত সদস্য এভারটনও এবার বিদায় নিলেন