• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

১৮ বছর বয়সী বাংলাদেশি পেসারের ৮ উইকেট

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের কীর্তি গড়লেন রুয়েল মিয়া। জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে আজ চট্টগ্রামের প্রথম ইনিংসে ২৬ রানে ৮ উইকেট নেন সিলেট বিভাগের এ পেসার। এর মধ্য দিয়ে জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়েরের রেকর্ড ভাঙলেন ১৮ বছর বয়সী রুয়েল।

২০১২ সালে ঢাকা মেট্রোর হয়ে রংপুর বিভাগের বিপক্ষে ৩৫ রানে ৮ উইকেট নিয়েছিলেন তালহা। প্রথম শ্রেণির ক্রিকেটে এত দিন এটাই ছিল বাংলাদেশের কোনো পেসারের এক ইনিংসে সেরা বোলিং। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ম্যাচ ও মাত্র দ্বিতীয় ইনিংসে বল করতে নেমেই তালহার চেয়ে কম রান দিয়ে এ রেকর্ড গড়লেন রুয়েল। বাঁ হাতি এ পেসার প্রথম স্পেলে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে ৬ উইকেট নেন। তাঁর তোপে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। দলটির হয়ে সর্বোচ্চ ২১ রান করেন তাসামুল হক ও ইরফান শুক্কুর।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি কোনো বোলারের এক সেরা বোলিংয়ের রেকর্ড সানজামুল ইসলামের। দুই বছর আগে বিসিএলে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে ওয়ালটনের মধ্যাঞ্চলের বিপক্ষে ৮০ রানে ৯ উইকেট নিয়েছিলেন বাঁ হাতি এ স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে সাকলায়েন সজীব, আবদুর রাজ্জাক ও মোশাররফ হোসেনের।