• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

নাগালে আসছে আইফোন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯  

অ্যাপল ইনকরপোরেটেড দ্বারা নির্মিত একটি আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন আইফোন। বিশ্বব্যাপী এ ফোনের ব্যাপক চাহিদা থাকলেও দাম আকাশছোঁয়া। এদিকে, ক্রমশ কোম্পানির শেয়ারের দাম কমছে। এতদিন অ্যাপলের শক্ত বাজার ছিল চীন। সেখানেও বিপুল হারে আইফোন বিক্রি কমেছে। বিশ্লেষকরা জানিয়েছেন, শিগগিরই চীনে সস্তা হতে চলেছে আইফোন। সম্প্রতি জাপানে সস্তা হয়েছে ‘iPhone XR’। এছাড়াও চীনে একাধিক পুরনো আইফোন মডেলের দাম কমিয়েছে অ্যাপল। এছাড়াও নতুন বছরে ভিডিও স্ট্রিমিং অ্যাপ নিয়ে আসছে কোম্পানিটি। ড্যানিয়েল ইভস নামে এক বিশ্লেষক জানিয়েছেন, বাজারে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে আইফোন-এক্সআর মডেলের দাম অনেকটাই কমাতে চলেছে অ্যাপল। ইতিমধ্যেই চীনের বড় খুচরা বিক্রেতারা একাধিক আইফোন মডেলে বিপুল ছাড় দিতে শুরু করছে। সম্প্রতি বেশ নড়বড়ে অ্যাপল স্টক। এর অন্যতম কারণ লেটেস্ট আইফোন এক্সআর এর আকাশছোঁয়া দাম। যা অ্যাপল লগ্নিকারীদের বেশ চিন্তায় রেখেছে। তাই নতুন গ্রাহক টানতে আইফোন এক্সআর সস্তা করার সিদ্ধান্ত নিতে চলেছে কোম্পানি। বিশ্বব্যাপী আইফোন সেলে ভাটার কারণে সার্ভিসে জোর দিতে চাইছে অ্যাপল। এদিকে দিনের আলো দেখতে পারে  অ্যাপলের ভিডিও স্ট্রিমিং সার্ভিস। সম্প্রতি কোম্পানির সিইও টিম কুক জানিয়েছিলেন, ২০১৯ সালে একাধিক সার্ভিস লঞ্চ করবে অ্যাপল।