• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

যেভাবে নিবন্ধন করবেন মোবাইল

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

নিবন্ধনবিহীন মোবাইল খুব তাড়াতাড়ি দেশের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মোবাইল হ্যান্ডসেট অনিবন্ধিত থাকলে খুব সহজেই তা নতুন করে নিবন্ধন করে নেয়া যায়।
মোবাইল নিবন্ধন করতে প্রথমে neir.btrc.gov.bd লিংকে ভিজিট করে নিজের নামে অ্যাকাউন্ট আইডি রেজিস্টার করতে হবে। এরপর পোর্টালের Special Registration সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেট এর IMEI নম্বর দিয়ে নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি স্ক্যান করে আপলোড করে Submit বাটনটি প্রেস করতে হবে।

হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং বৈধ না হলে এসএমএস এর মাধ্যমে তা গ্রাহককে জানিয়ে দেওয়া হবে। এরপর পরীক্ষাকালীন সময়ের জন্য হ্যান্ডসেটটি নেটওয়ার্কে সংযুক্ত রাখতে হবে। এই সময় পার হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এ সেবা নেয়া যাবে।