• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

শিখা চিরন্তনে স্বেচ্ছাসেবক লীগের মোমবাতি প্রজ্জ্বলন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০  

বিজয়ের মাসের প্রথম প্রহরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

রাত ১২টা ১ মিনিটে দলের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমানসহ ঢাকা উত্তর ও দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতারা মোমবাতি প্রজ্জ্বলন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও মোমবাতি প্রজ্জ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে যারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের জবাব দেয়া হবে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন,'স্বাধীনতার প্রথম প্রহরে আমরা নতুন প্রজন্মকে জানিয়ে দিতে চাই, যতই ষড়যন্ত্র হোক না কেন স্বেচ্ছাসেবক লীগসহ স্বাধীনতার পক্ষে যারা আছি আমরা ঐক্যবদ্ধভাবে বাংলার মাটিতে যারা আছি তারা রাজাকার এবং তাদের দোসরদের কোন দিন ঢুকতে দেয়া হবে না।'

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান জানান,'বঙ্গুবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা কটূক্তি করেছে আমরা তাদের উৎখাত চাই এবং তাদেরকে যে কোনভাবে প্রতিহত করার জন্য স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা ও কর্মী ঐক্যবদ্ধ আজকে এটা আমাদের শপথ।'