• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলন আর প্রেস রিলিজেই সীমাবদ্ধ বিএনপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ জুন ২০২০  

বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলন আর প্রেস রিলিজে বার্তা প্রদানের মাধ্যমেই দলীয় কর্মসূচি পালনে সীমাবদ্ধ রয়েছে বিএনপি। দলীয় সূত্রমতে, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বাতিলের দাবিতে কর্মসূচিতে টানা ব্যর্থ হওয়ার পর এখন পর্যন্ত বড় ধরনের কোনো আন্দোলন-সংগ্রাম বা কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায়ও তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি তাদের।

কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করতে হলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনের মাধ্যমে তা উপস্থাপন করেন। আর খুব বড় কিছু হলে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর বাইরে নেই তেমন কোনো কর্মসূচি। বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় না। ফলে দীর্ঘদিন ধরে সংবাদ সম্মেলন ও প্রেস রিলিজের মধ্যেই দলীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ বিএনপির কার্যক্রম।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র এক নেতা বলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হলেন তারেকের অনুসারী আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন খালেদা জিয়ার অনুসারী হিসেবে পরিচিত। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় একজনের দখলে। আরেকজনের দখলে গুলশান কার্যালয়। এর বাইরে এখন বিএনপির কার্যক্রম নেই বললেই চলে। দলের অন্যান্য কর্মীরা আজ বেকার।

তিনি আরো বলেন, দলের মধ্যে আজ সমন্বয়হীনতার বড়ই অভাব রয়েছে। দেখা যাচ্ছে একই সময়ে গুলশানে মহাসচিব কথা বলছেন, অপরদিকে নয়াপল্টনে একই ইস্যুতে রিজভী সাহেবও কথা বলছেন। কারো সঙ্গে কারো সমন্বয় নেই।