• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

‘ভাইরাল হওয়া ভিডিও ছাত্রলীগের নয়, বিএনপি নেতার ছেলের’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে ফেসবুক লাইভে আসা একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে জ্বলন্ত সিগারেট হাতে ঘটনার বিবরণ দিতে দেখা যায়। সূত্র বলছে, ভিডিওটিতে যে ছেলেটিকে দেখা গিয়েছে সে মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি মরহুম সেলিম ভূঁইয়ার ছেলে তাহসান মাহমুদ। ছাত্রলীগ সম্পর্কে জনগণের মনে ভ্রান্ত ধারনা তৈরি করার জন্যই পরিকল্পিতভাবে তাহসান দেশের বাহির থেকে ভিডিওটি তৈরি করে। তিনি বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থান করছেন।

এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে মালয়েশিয়া বিএনপির এক বহিষ্কৃত নেতা বলেন, মালয়েশিয়া বিএনপির সাবেক নেতা মরহুম সেলিম ভূঁইয়ার ছেলে তাহসান মাহমুদ। সে বর্তমানে কুয়ালালামপুরে একটি কনস্ট্রাকশন ফার্মে কাজ করে। দেশে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তাহসান। সম্প্রতি তাহসানের ভাইরাল ভিডিওটি মালয়েশিয়ায় বসেই তৈরি করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মূলত ছাত্রলীগকে হেয় করার জন্যই তাহসান ভিডিওটি তৈরি করেছে বলেই আমার মনে হচ্ছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে তাহসানকে বলতে শোনা যায়, ‘বাসায় আসতে আসতেই দেখি সব তোলপাড় হয়ে গেছে। সিগারেট আনতে বাইরে গেছিলাম। তারপর দুএকটা মার খাইছি।’

ভিডিওতে সে বলে, ‘আমাদের পরিচয় কি আমরা দেব না। আমরা কি? আমরা কি কৃষক নাকি? আমরা ছাত্রলীগ। পাগলের মতো আপনারা। দুএকটা চটকানো খাইলে কি হয়ে যাইগা? আজকে আমাদের গোলাম রাব্বানী বাজান থাকলে এমন দিন দেখতে হইতো না।’

তিনি আরো বলেন, ‘ছাত্রলীগ কি শুধু মাইর খায়? মাইর দেয় না? ইতিহাস নাই? সামনে দেহামুনে। ওয়েট?’

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তাহসান মাহমুদ নামে একটি ছেলের ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে বলছেন ছেলেটি ছাত্রদল কর্মী। কিন্তু আমি এ বিষয়ে কিছু জানি না। তবে তার বাবা মরহুম সেলিম ভূঁইয়া বিএনপি করতো এবং আমার খুব ভালো বন্ধু ছিলো।