• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

জোর করে মানুষকে শাসন করা যায় তবে টিকে থাকা যায় না

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর -১ আসনে (শিবচর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদরে চীফ হুইপ  নূর-ই আলম চৌধুরী,  বলেন,  ষড়যন্ত্র করে ক্ষমাতায় আসা যায়, জোর করে মানুষকে শাসন করা যায়, তবে মানুষের ভালোবাসা না থাকলে টিকে থাকা যায় না। বঙ্গবন্ধু হত্যার খলনায়ক জিয়াউর রহমান জোর করে একদিন ক্ষমতা দখল করেছিলো।  আজ তার দল, বিএনপির এমন পরিণতি হয়েছে যে,নির্বাচন করার  সাহস পর্যন্ত পায় না।  একই ভাবে ১৯৮৬ সালে জাতীয় পার্টিও ক্ষমতায় এসেছে এবং ক্ষমতার দাপটে জনগণের ভোটের রায়কে সেদিন পরিবর্তন করেছিলো। আজকে জাতীয় পার্টি আওয়ামী লীগরে সাপোর্ট ছাড়া একটি  প্রার্থী দিতেও ভয় পায়।
বৃহস্পতিবার দুপুরে বাঁশকান্দি ইউনিয়নে নির্বাচনীয় এক পথসভার বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চীফ হুইপ, নূর-আলম চৌধুরী এসব কথা বলেন, এ সময় তিনি আরও বলেন,
স্বাধীনতা যুদ্ধের সময় যেদেশ বঙ্গবন্ধুকে হুমকি দিয়ে ছিলো। আজও তারা আমাদের নির্বাচন বানচাল করতে বড় বড় স্যাংশন দিয়ে শেখ হাসিনাকে হুমকি দিচ্ছে। তবে শেখ হাসিনাকে তারা হুমি দিয়ে এক ইঞ্চি ও নড়াতে পারেনি। আগামী ৭ জানুয়ারী সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহ রাখতে নির্বাচনীয় আচরণ বিধি মেনে নৌকা মার্কায় সবার কাছে ভোট প্রার্থনা করেন তিনি।