• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরের পদ্মানদী থেকে ট্রলারসহ ৭৭ হাজার মিটার জাল জব্দ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলারসহ ৭৭ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস অফিস। শনিবার (১৪ অক্টোবর) সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

শিবচর মৎস অফিস সূত্রে জানা গেছে, শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় মৎস অফিস ও নৌপুলিশ। এ সময় নদীর বিভিন্ন স্থান থেকে ইলিশ ধরার ৭৭ হাজার মিটার জাল জব্দ করা হয়। এছাড়াও মা ধরার একটি ট্রলার জব্দ করে পুলিশ। পরে রাতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং ট্রলারটি পুলিশি হেফাজতে রয়েছে। অভিযানকালে কোন জেলে আটক হয়নি।

শিবচর উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান,'গতকালের অভিযানে বিপুল পরিমান জাল আমরা জব্দ করি। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। রোববারও অভিযান চলমান রয়েছে।'