• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে ২১ হাজার মিটার জাল ধ্বংস

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে শুক্রবার(১৩ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত পদ্মানদীতে অভিযান চালিয়ে ২১ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস অফিস। পরে নদীর পাড়ে পুড়িয়ে জাল ধ্বংস করা হয়। তবে এসময় কোন জেলে এবং ইলিশ পাওয়া যায়নি বলে জানিয়েছে মৎস অফিস।

জানা গেছে, শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে মৎস অফিস ও পুলিশ। এ সময় নদীতে জাল পাতা অবস্থায় প্রায় ২১ হাজার মিটার জাল উদ্ধার করা হয়।

শিবচর উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান,'দ্বিতীয় দিনের মতো শুক্রবার ভোর থেকে অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত নদীতে কোন জেলে পাওয়া যায়নি। তবে পেতে রাখা ২১ হাজার মিটার জাল উদ্ধার করা হয়েছে। পরে পুড়িয়ে ধ্বংস করা হয় ওই জাল।'