• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

মাদারীপুরে ভুয়া চক্ষু চিকিৎসকের ৫ মাসের কারাদন্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর চক্ষু হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে অমিত কীর্ত্তনিয়া (৩৬)  নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে আটকের পর ৫ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ফাতেমা জান্নাত এ দন্ডাদেশ দেন। অমিত রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌহদ্দি এলাকার নরেন্দ্রনাথ কীর্ত্তনিয়ার ছেলে।
জেলার স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার পানিছত্র এলাকায় বেসরকারি একটি চক্ষু হাসপাতালে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখে তাদের সাথে প্রতারণা করে আসছিল অমিত। এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে ওই হাসপাতালে অভিযান চালায় জেলার স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও সেখান থেকে অমিতকে আটক করা হয়। সিলগালা করে দেয়া হয় মাদারীপুর চক্ষু হাসপাতাল। পরে জেলার সিভিল সার্জনের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অমিতকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রদান শেষে অমিতকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে এসব ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত।