• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

শিবচরে বেদে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে হোম করেন্টাইনে থাকা ও  গরিব ও অসহায় ও কর্মহীন বেদে সম্প্রদায়ের ঘরে পৌছে দেওয়া হলো উপজেলা পরিষদের খাবার। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা গুলোতে  উপজেলা চেয়ারম্যান সামাসুদ্দিন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে  উপজেলার মাদবরেরচর ইউনিয়নে ৫৫ টি বেদে পরিবারে এ খাবার পৌছে দেওয়া হয়।

উপজেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, উপজেলায় বসবাসরত বেদে সম্প্রদায়ের ৫৫ টি পরিবারকে ২০ কেজি চাল,১ কেজি ডাল,১ লিটার তৈল,১ কেজি লবন,২ কেজি আলু, ২ কেজি আটা ও ২ টি সাবানের একটি প্যাকেজ দেওয়া হয়।

এ সময় তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, মাদবরেরচর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ,  মাদবরেরচর ইউনিয়ন ওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিউর রহমান হাওলাদার, মাদবরেরচর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ হালীম রাঢ়ি, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ফজলুল হক মুন্সী,  উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান খানসহ অন্যান্নরা। 

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,  শিবচরে অসহায়,দুস্থ, প্রতিবন্ধী, বেদে সম্প্রদায় সকলেই আমাদের খাদ্য সহায়তার অংশ।ইতমধ্য উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে  অসহায় গরিব লোকদের সহায়তা দেওয়া শুরু করেছি।আজ আমরা এখানে ৫৫ টি প পরিবারে খাদ্য সহায়তা দিচ্ছি।পর্যায়ক্রমে আরো পরিবার ও খাবারের পরিমান বৃদ্ধি করা হবে।