• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

হোম কোয়ারেন্টাইনে না থাকায় মাদারীপুরে দুই প্রবাসীকে জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

 

করোনাভাইরাস আক্রান্তের আশঙ্কায় হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘোরাফেরার দায়ে মাদারীপুরে এক স্পেন ফেরত প্রবাসীকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদ- ও এক ইতালি প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। 
বুধবার বেলা দুপুর দিকে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এছাড়া মাদারীপুরে ২২০ জন হোম কোয়রেন্টাইনে রয়েছে জানিয়েছে জেলা প্রশাসন। 

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বুধবার দুপুরে হোম কোয়ারেন্টাইন বিধি মেনে না চলার কারনে মাদারীপুরের কালকিনি পাঙ্গাশিয়া গ্রামের এক স্পেন ফেরত যুবককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রমে কারাদ- ও এক ইতালি ফেরত যুবককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি ও জরিমানা প্রদান করা হয়েছে ।
তিনি বলেন, যতদিন পর্যন্ত দেশে করোনা ভাইরাসের রেড এলার্ট জারি থাকবে, ততদিন পর্যন্ত এই করোনা ভাইরাস সংক্রান্ত আদেশ যারা অমান্য করবে, তাদেরকে জেল জরিমানা প্রদান করা হবে।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানিয়েছেন, মাদারীপুরে বিভিন্ন এলাকায় সম্প্রতি সময়ে করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে প্রবাসীরা মাদারীপুরে আসে। এদের দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কায় এখন পর্যন্ত ২২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এবং যারা হোম কোয়ারেন্টাইনে থাকছে না তাদেরকে জেলা প্রশাসনের মাধ্যমে জেল-জরিমানা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।