• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

কালকিনি হতে একজন ভূয়া ডাক্তার আটক করেছে র‌্যাব-৮

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কতিপয় ভূক্ত ভোগীর অভিযোগের প্রেক্ষিতে এবং গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ভ্রামম্যমান আদালতের উপস্থিতিতে অদ্য ২২ জানুয়ারি ২০২০ইং তারিখ আনুমানিক ১৭.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ভূরঘাটা বাজারস্থ হামীম প্লাজা সোহেল মার্কেটের “মেহেদী ড্রাগ হাউজ” নামক চেম্বারে অভিযান পরিচালনা করে ০১ জন ভূয়া ডাক্তার মোঃ ইউসুফ আলী হাওলাদার(৬০), পিতাঃ মেীলভী এনতাজ উদ্দিন হাওলাদার, সাং-রাজদী, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। উক্ত ডাক্তার কোন ডিগ্রীধারী না হওয়া সত্ত্বেও তার চেম্বারে এ্যালোপ্যাথিক ও আয়ুর্বেদী সহ বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদানসহ মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। তিনি যে কোন সাধারণ রোগেও স্টেরয়েড ইনজেকশন ও ট্যাবলেট দ্বারা রোগীদের চিকিৎসা করতেন যা মানব দেহের জন্য খুবই বিপজ্জনক। সেপ্রেক্ষিতে উক্ত ডাক্তারকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ভূরঘাটা বাজারস্থ হামীম প্লাজা সোহেল মার্কেটের “মেহেদী ড্রাগ হাউজ” নামক চেম্বার হতে চিকিৎসা প্রদানরত অবস্থায় হাতে নাতে আটক করা হয়। আটককৃত ভূয়া ডাক্তারের চেম্বার হতে বিভিন্ন প্রকারের ১০০০০পিস মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেট, ০১টি প্রেসার মাপা যন্ত্র, ১০০টি ভিজিটিং কার্ড, লেখাবিহীন প্রেস্ক্রিপশন ১২০ কপি, লিখিত প্রেস্ক্রিপশন ০২ কপি ও বিভিন্ন প্রকারের সিজারিয়ান সরঞ্জামাদী উদ্ধার করেন। আটককৃত ভূয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর জনাব রেকসোনা খাতুন মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮(১) ধারা মোতাবেক উক্ত ভূয়া ডাক্তার মোঃ ইউসুফ আলী হাওলাদার(৬০)কে ৩০০০০/-টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় ডাঃ অভিজিৎ কুমার গোসামী, এনায়েতনগর, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কালকিনি, মাদারীপুর উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট উক্ত ডাক্তারের নিকট হতে জরিমানা আদায় পূর্বক ভবিষ্যতে এধরণের অপরাধ মূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন এবং উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ ওষুধ সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যলয়, মাদারীপুর প্রেরণ করেন।