• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

কালকিনিতে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে প্রতারক চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ শুক্রবার সকালে তাদেরকে পলাতক অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মোঃ আলাউদ্দিন(২৪), দুলাল মাল(২৬),  রাসেল মাল(২৭) ও নারী কুলসুম বিবি(৩৮)। তাদের বিরুদ্ধে থানায় একটি প্রতারনা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে,  পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের মাজেদ শিকদার ছেলে মামুন শিকদারকে ৭মাস পূর্বে এক দালালের মাধ্যমে ইরাকে পাঠানো হয়। তিনি সেখানে কোন কাজ না পেলে ভোলা জেলার বাসিন্দা মিলন মালের কাছে কাজের সন্ধানে যান। কিন্তু প্রতারক মিলন মাল এ সুযোগে মামুন শিকদারকে মুক্তিপনের জন্য একটি রুমে আটকে রেখে শারীরিক নির্যাতন করে এবং কি এ মুক্তিপনের টাকা মিলন মাল বাংলাদেশে অবস্থানরত তার এক ভাইকে বিকাশের মাধ্যমে দিতে বলে। এ ঘটনায় মাজেদ শিকদার বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ ভোলার বোরহানউদ্দিনে অভিযান পরিচালনা করে মিলন মালের সহযোগী ওই ৪ প্রতারকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি (অপারেশন) ইমতিয়াজ বলেন, প্রতারনার অভিযোগে মিলন মালের ৪ সহযোগীকে গ্রেফতার করা হয়।